ইসলামের উৎস হল মহান সৃষ্টিকর্তার অসীম জ্ঞানভান্ডার তথা কুরআন ও সুন্নাহ। এবং সাইন্স বা বিজ্ঞানের উৎস হল মানুষের মস্তিষ্ক ও চিন্তাশক্তি যা বিশ্বের চিন্তাবিদ ও বুদ্ধিজীবী মনীষীগণ চিন্তা-গবেষণা করে আহরণ করেছে। মানুষকে যেমন আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন তদ্রুপ মানুষের চিন্তাশক্তি, বোধশক্তি সব কিছুই তিনি দান করেছেন।
আল্লাহর জ্ঞানভান্ডার থেকে উৎসারিত ইসলামী জ্ঞান এবং মানুষের মস্তিষ্কপ্রসূত বিজ্ঞানের মধ্যে তুলনা করা মহা বেআক্কেলী বৈ আর কিছু নয়। কুরআন-হাদিসের বহু বিষয় এমন আছে যা জড়বাদী মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা কঠিন ছিল, কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কার তা সহজ করে দিয়েছে।
অবশ্য বিজ্ঞান যত বেশি উন্নতির দিকে অগ্রসর হবে কুরআন-হাদিসের বর্ণিত তথ্যসমূহ তার কাছে তত পরিষ্কার হতে থাকবে।
ইসলাম ধর্ম এটা স্বভাবধর্ম, সার্বজনীন ধর্ম, জ্ঞান-বুদ্ধির কোন প্রমাণই এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এটা স্হান-কাল নির্বিশেষে বিশ্ব-মানবের যে কোন সমস্যার সমাধান দিতে, যে কোন চাহিদা মেটাতে সক্ষম। বৈজ্ঞানিক অনুসন্ধান ও আবিষ্কার যতই উন্নতি লাভ করুক না কেন ইসলাম ধর্মকে পরাজিত ও প্রভাবিত করতে পারবে না।
বিজ্ঞান যে জিনিসের শুধু চেহারা দেখেছে ইসলাম তার অন্তর্নিহিত হকিকত পর্যন্ত উদ-ঘাটন করে দিয়েছে। ইসলাম দিয়েছে আভ্যন্তরীণ সৌন্দর্য এবং বিজ্ঞান দিয়েছে বাহ্যিক সৌন্দর্য। ইসলামের লক্ষ্য হল মানুষের ইহ-পারলৌকিক মুক্তি, সাফল্য ও কল্যাণ। এবং মানুষের সার্বিক সাফল্য ও কল্যাণ নির্ভর করে একমাত্র তাঁর এলেম-আকিদা, আমল ও আখলাকের উপর। ইসলাম এসব গ্রহণ করার জন্য মানুষকে আদেশ ও উপদেশ দান করেছেন।
এজন্য মুসলিম উম্মাহর উলামায়ে কেরাম এলমী, আমলী ও আখলাকী সাধনাকে প্রাধান্য দিয়েছেন।
আল্লাহর জ্ঞানভান্ডার থেকে উৎসারিত ইসলামী জ্ঞান এবং মানুষের মস্তিষ্কপ্রসূত বিজ্ঞানের মধ্যে তুলনা করা মহা বেআক্কেলী বৈ আর কিছু নয়। কুরআন-হাদিসের বহু বিষয় এমন আছে যা জড়বাদী মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা কঠিন ছিল, কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কার তা সহজ করে দিয়েছে।
অবশ্য বিজ্ঞান যত বেশি উন্নতির দিকে অগ্রসর হবে কুরআন-হাদিসের বর্ণিত তথ্যসমূহ তার কাছে তত পরিষ্কার হতে থাকবে।
ইসলাম ধর্ম এটা স্বভাবধর্ম, সার্বজনীন ধর্ম, জ্ঞান-বুদ্ধির কোন প্রমাণই এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এটা স্হান-কাল নির্বিশেষে বিশ্ব-মানবের যে কোন সমস্যার সমাধান দিতে, যে কোন চাহিদা মেটাতে সক্ষম। বৈজ্ঞানিক অনুসন্ধান ও আবিষ্কার যতই উন্নতি লাভ করুক না কেন ইসলাম ধর্মকে পরাজিত ও প্রভাবিত করতে পারবে না।
বিজ্ঞান যে জিনিসের শুধু চেহারা দেখেছে ইসলাম তার অন্তর্নিহিত হকিকত পর্যন্ত উদ-ঘাটন করে দিয়েছে। ইসলাম দিয়েছে আভ্যন্তরীণ সৌন্দর্য এবং বিজ্ঞান দিয়েছে বাহ্যিক সৌন্দর্য। ইসলামের লক্ষ্য হল মানুষের ইহ-পারলৌকিক মুক্তি, সাফল্য ও কল্যাণ। এবং মানুষের সার্বিক সাফল্য ও কল্যাণ নির্ভর করে একমাত্র তাঁর এলেম-আকিদা, আমল ও আখলাকের উপর। ইসলাম এসব গ্রহণ করার জন্য মানুষকে আদেশ ও উপদেশ দান করেছেন।
এজন্য মুসলিম উম্মাহর উলামায়ে কেরাম এলমী, আমলী ও আখলাকী সাধনাকে প্রাধান্য দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন