কিয়ামত দিবসের কঠিন ভয়াবহতা। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

কিয়ামত দিবসের কঠিন ভয়াবহতাঃ


১। রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, ''কিয়ামতের দিন সকল মানুষকে খালি পা, বস্ত্রহীন ও খাৎনাবিহীন অবস্থায় হাশরের মাঠে একত্রিত করা হবে।


হযরত আয়েশা (রাঃ) বলেনঃ আমি তখন জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! নর-নারী সকলকেই বস্ত্রহীন অবস্থায় উঠানো হবে আর মানুষ একে অপরকে দেখবে?


উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ হে আয়েশা (রাঃ)! তখনকার অবস্থা এতই ভয়াবহ হবে যে, মানুষ তখন নিজ নিজ চিন্তায় নিমগ্ন থাকবে। একে অপরের দিকে তাকাবার অবকাশ পাবে না।'' (সহীহ বুখারী)


২। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ''তিনি একদিন দোযখের কথা স্মরণ করে কেঁদে উঠলেন। খন রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞাসা করলেন, হে আয়েশা! তুমি কেনকাঁদছো?


 জবাবে হযরত আয়েশা (রাঃ) বললেন, দোযখের কথা স্মরণ করে কাঁদছি। আপনারা কি কিয়ামতের দিন আপনাদের পরিবার-পরিজনের কথা স্মরণ রাখবেন? 


উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ তিনটি স্থানে কেউ কাউকে স্মরণরাখবে না। তা হল-


১. মিযানের কাছে, সেখানে প্রত্যেকেই নিজের নেকীর ওজন ভারী হয় না হালকা হয়, সেই দিকেই খেয়াল থাকবে।


২. যখন আমলনামা দিয়ে বলা হবে, ওহে! লও তোমার আমলনামা, পড়ে দেখ। তখন প্রত্যেকেই এ চিন্তায় বিভোর থাকবে যে, তার আমলনামা ডান হাতে দেয়া হয়, না পিছনে থেকে বাম হাতে দেয়া হয়।


৩. পুলসিরাতের কাছে, যখন তা জাহান্নামের দুই পার্শ্বের উপর স্থাপন করা হবে।'' (সুনানে আবু দাউদ)


হে আল্লাহ, আপনার কাছে ঈমান নিয়ে যেন যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। 
----------------'আমিন

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন