মৃত্যু হলো জীবনের ভোর বেলা। খতীব,আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

মৃত্যু  কি জীবনের অবসান, না নব জীবনের শুরু? যিনি চলে যান, তিনি এ দুনিয়া হতে চলে যান সত্য, কিন্তু তিনি পদার্পণ করেন নতুন জীবনে। সে জীবনের শেষ নেই, পরিসীমা নেই, ইতি নেই।


মানুষ রাত্রিবেলা আরামের সাথে ঘুমের মধ্যে কাটায়, দিনের আগমন হলেই বিভিন্ন কাজ কর্ম, চিন্তা ভাবনা শুরু করে। ঠিক তেমনি মৃত্যুর পর মানুষ সমস্যার বেড়াজালে আবদ্ধ হবে এবং জীবন জিজ্ঞাসার সম্মুখীন  হবে। তাই মৃত্যু হলো জীবনের  ভোর বেলা।


নিদ্রার পর আমরা জেগে উঠি। মৃত্যুর পরও আমরা জেগে উঠব। এতে অস্বাভাবিকতা কোথায়? মৃত্যু হলো জান্নাতের সিঁড়ি। এ সিঁড়ি না বেয়ে কেউ কোন দিন জান্নাতে পৌঁছতে পারবে না।


একটি ভালো মানুষের মৃত্যুতে দুনিয়ার একটি ভালো মানুষ কমে যায়। অলস,অকর্মণ্য লোকের মৃত্যুতে দুনিয়ার কোন ক্ষতি হয় না। কারণ জীবিত থাকাকালেই তারা থাকে মৃতবৎ।


এ জীবনের অবসান যে ঘটবে, জীবনে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। মৃত্যু আসে অতি ধীরে, নিঃশব্দে।কোন হৈ চৈ করে না; ঘন্টা বাজিয়ে আসে না। একটুও টের পাওয়া যায় না। মৃত্যুর সামনে সকলেই অসহায়।


মানবজীবনে সকল সত্যের উর্ধ্বে সবচেয়ে করুণ এবং হৃদয়বিদারক সত্য হলো মৃত্যু। মৃত্যু যদি না থাকতো হয়তো অনেক কম লোকই স্রষ্টায় বিশ্বাস করত। কেন না মানব মন বড় অদ্ভুত। যিনি সৃষ্টি করেন, তাঁর অস্তিত্বে সন্দেহ  করে। যিনি ধবংস করেন তাঁকে বিশ্বাস করে।


জীবিত ব্যক্তির উপকার বা অপকার করা যায়। যিনি চলে যান তাঁর কোন ক্ষতি করা যায় না। তবে মাগফিরাত কামনা করলে তাঁর পরকালীন কিছু কল্যাণ সাধিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন