ই'তিকাফের গুরুত্ব ও তাৎপর্য। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

ই'তিকাফ হচ্ছে রমজানুল মুবারকের সামগ্রিক কল্যাণ ও বরকত লাভের জন্য একটি বলিষ্ঠ সহায়ক শক্তি। গায়রুল্লাহর মোহনীয় বেড়াজাল থেকে মুক্তি লাভ করে আল্লাহর সাথে পরিপূর্ণ ও গভীর প্রেমময় সম্পর্ক স্হাপন করা। ই'তিকাফ দ্বারা  মখলুকের সাথে ঘনিষ্ঠতা ও গভীরতার পরিবর্তে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা ও গভীরতা সৃষ্টি হয়।


মসজিদের ই'তিকাফ হচ্ছে আত্মিক প্রশান্তি, হৃদয়ের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, ফিরিশতাকুলের গুণাবলী অর্জন এবং শবে কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভসহ সকল প্রকার ইবাদতের অখন্ড সুযোগ লাভের এক সর্বোত্তম উপায়।


হযরত আবু হুরায়রা (রাঃ) রিওয়ােত করেছেন- " প্রতি রমযানেই রসূলুল্লাহ (সাঃ) শেষ দশদিন ই'তিকাফ করতেন। কিন্তু ওফাত- পূর্ব রমজানে ই'তিকাফ করেছেন বিশ দিন।"-(বুখারী শরীফ)।


রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন, যে ব্যাক্তি রমযানের দশদিন ই'তিকাফ করে দুই হজ্জ ও দুই উমরাহ সমান সওয়াব পাবে।-(বাইহাকী শরীফ)।


রমযানের শেষ দশদিন প্রত্যেক মসজিদে কমপক্ষে এক ব্যক্তি হলেও ই'তিকাফ করা সুন্নাতে মোয়াক্কাদায়ে কেফায়া। এই সুন্নাত কেউ কেউ আদায় করলে সকলেই দায়িত্বমুক্ত হবে অন্যথায় সকলেই সুন্নাত তরকের কারণে গুনাহগার হবে।


আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইখলাস ও চেতনা সহকারে মাহে রমযান উদযাপনের তাওফিক দিন। আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন