মদ্যপানকারী তার ধর্ম, বিবেক ও শরীর বিনষ্ট কারী। হাদীস শরীফে আছে- শরাবখোর বেহেশতে প্রবেশ করবে না। -ইবনে মাজা।
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে মদ সম্পর্কে বলেন- মদ হলো শয়তানের অপবিত্র কার্য। অতএব তোমরা এগুলো পরিহার কর, যাতে তোমরা সফলকাম হতে পার। - সূরা মায়েদা -৯০।
সব ধরনের নেশা উদ্রেককারী দ্রব্য শরীরের জন্য ক্ষতিকর এবং সমাজে বিশৃঙ্খল সৃষ্টিকারী, এতে ধন-সম্পদ ধবংস হয় ও জ্ঞান এবং লজ্জা-শরম বিনষ্ট হয়।
মুসলিম শরীফের হাদীস-প্রত্যেক নেশাকর বস্তুই খমর, আর প্রত্যেক নেশাকর বস্তুই হারাম। অতএব বর্তমানে প্রচলিত হেরোইন, কোকেন, ইয়াবা, ফেনসিডিল, প্যাথিডিন, মরফিন, মেথাডন, আফিম, গাঁজা ইত্যাদি নেশাকর যে কোন মাদকই কুরআন ও হাদীসে নিষিদ্ধ। তাই তা সেবন করা বা পুশ করা তথা যে কোন ভাবে ব্যবহার করা নিষেধ।
হাদীস শরীফে মদ ও মাদককে "উম্মুল খাবায়েছ" বা সব নষ্টের মূল বলা হয়েছে। মাদকাসক্তরা যেমন তার পরিবারকে নিঃস্ব করে ফেলে তেমনি সমাজকে ও ধবংস করে দেয়। অর্থ সংগ্রহের জন্য ছেলেরা চাঁদাবাজি, ছিনতাই, চুরি এবং মেয়েরা যৌন পেশায় নিয়োজিত হয়।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে মাদকদ্রব্য পরিহার করার তাওফিক্ব দান করুন। -আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন