কথা বলার সুকৌশল। আব্দুচ্ছালাম বাগেরহাটী।

১. বলার আগে চিন্তা করুন।
২. ভুল করলে সঙ্গে সঙ্গে স্বীকার করুন।
৩. আপনি কি বলছেন... তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কীভাবে বলছেন।
৪.গর্ভের সাথে তর্কের সমাপ্তি করুন।
৫. অনর্থক কথা বলবেন না।
৬. অন্যেরা আপনার মতামতকে মেনে নিতে নাও পারে।

নিজেকে শীর্ষে পৌঁছানোর পঁচিশ ধাপ

১. দুর্বলতা নয়, গুণের প্রকাশ করুন।
২. রাগ প্রকাশ করবেন না।
৩. সকলের সামনে প্রশংসা করুন।
৪. ভালো কথা বলার জন্য মুখ খুলুন।
৫. জীবনকে সকলের সামনে মেলে ধরবেন না।
৬. দ্রুত গতি সম্পন্ন উৎসাহ এবং ইচ্ছার মিটারের গুণ অর্জন করুন।
৭. ব্যস্ত থাকুন,  গুডউইল বৃদ্ধি করুন ।
৮. সমস্যা নয়, সমাধানের অংশ হওয়ার চেষ্টা করুন।
৯. নিজের মধ্যে বিদ্বানের ভাবমূর্তি তৈরি করুন, গুডউইল বৃদ্ধি করুন।
১০. মৌনতাও চুপচাপ থেকে বা কম কথা বলে গুডউইল তৈরি  করুন।
১১. সুযোগ পেলেই নিজের যোগ্যতা প্রমাণ করুন।
১২. নিজের থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য প্রশংসা করুন।
১৩. নিজেকে দুর্বল প্রমাণ করার জন্য বেশি 'না' শব্দটি বের না করে, চেষ্টা করছি কথাটি উচ্চারণ করুন।
১৪. সম্পুর্ণ উৎসাহের সাথে কাজ করুন।
১৫. বেশি প্রচার না করে কথা পেটেই রাখুন।
১৬. আর্থিক ক্ষতি, জীবন সাথীর চরিত্রহীনতা, বড় অসুখ কখনও নিজের কাছের লোককেও বলবেন না।
১৭. ভালো বই পড়ুন, বিদ্বানদের সঙ্গে থাকুন এবং নিজের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করুন।
১৮. নিম্ন স্তরের কাজে, সন্দেহজনক স্থানে বুঝে সুঝে অংশ গ্রহণ করুন।
১৯. বেশি আস্হাশীল হওয়ার জন্য আল্লাহর সাহায্য পেতে, আল্লাহকে স্মরণ রাখুন।
২০. নিজেকে আলাদা করে দেখানোর সাহস করুন।
২১. ভালো পোশাক পরুন এবং শ্রেষ্ঠত্ব বজায় রাখুন।
২২. নিজের ভুল স্বীকার করতে শিখুন।
২৩. ঠিক কথা বলুন, ইতিবাচক থাকুন অন্যদের সম্মান দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন।
২৪. সবার আগে নিজের মানুষকে ভালো বেসে, মিশন গুডউইল ঘর থেকে শুরু করুন।
২৫. শ্রেষ্ঠত্বের সাথে নিজের কাজ করে নিজের মধ্যে গুডউইল বৃদ্ধি করুন।


আপনি যদি নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি বিশ্বাস রাখেন তবে আপনার কাজ সফল হতেই হবে।

 
সবসময় আল্লাহ তা'আলার সাথে কাটান।আপনার মনে প্রশান্তি আসবেই। দুশ্চিন্তা দূর হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি মানসিক এবং আত্মিক ব্যাটারি রিচার্জ করতে সক্ষম হবেন।


আমি মনে করি যে নিজের গোপন কথা কোন বন্ধুর সাথে ভাগ না করে আল্লাহর সাথে ভাগ করা শ্রেয়, তা ফাঁস হওয়ার কোন ভয় থাকে না।


সত্যি বলতে কি, আল্লাহর সাথে কথা বলতে পারলে, আপনি নিজের ভেতর শান্তি, প্রেম এবং শক্তির অনুভব করবেন এবং এটিকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না।


আল্লাহতে বিশ্বাস রাখুন, তাঁকে ভরসা করুন ; রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করুন এবং সৎকাজে নিজেকে সাহায্য করুন আল্লাহ তা'আলা আপনাকে সাহায্য করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন