সদকা বা দান-খয়রাতের ফযীলত। আল্লাহ তা'আলা বলেনঃ তোমরা আল্লাহকে 'কর্জে হাসানা' দাও।
প্রকৃত পক্ষে এ জগত এবং জগতে ধন-দৌলত যা কিছু আছে, সবই আল্লাহর মালিকানায়; ঘর-বাড়ী, জায়গা-জমি,ধনসম্পদ সবকিছুই আল্লাহর।
আল্লাহ তা'আলা বলেনঃ আল্লাহ তা'আলা বিপুল ধনৈশ্বর্যের অধিকারী, আর তোমরা যতই সম্পদশালী হওনা কেন, তাঁর নিকট একান্ত ভাবেই মুখাপেক্ষী।
স্বীয় অর্থ -সম্পদ থেকে প্রয়োজনমত ব্যায় করা মুসলমানদের প্রতি ফরজ করা হয়েছে।আল্লাহ তা'আলা বলেনঃ আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভাল বাসেন। -সূরা আল-বাক্বরা-০২ঃ১৯৫।
যে ব্যক্তি কোন নেক আমল করে তার দশ গুণ সওয়াব লাভ হয়, আর যে আল্লাহর রাস্তায় খরচ করে তার প্রতিটি খরচের বিনিময় সাত শতগুণ সওয়াব লাভ হয়।
দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য এবং দোযখ হতে দূরত্ব লাভ করে। দান সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে-যে সমস্ত নারী- পুরুষ আল্লাহর নামে সদকা-খয়রাত করে মানুষের নিকট হতে প্রতিদিনের আশা করে না শুধু আল্লাহর সন্তোষ লাভের নিয়তে দান করে। আল্লাহ তা'আলা তাদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন এবং আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে অতি উন্নত প্রতিদান।
আল্লাহ তা'আলা আমাদেরকে তাঁর রাস্তায় এখলাসের সাথে দান-খয়রাত করার তাওফীক দান করুন। আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন