পূনরায় জীবিত করা প্রসঙ্গে। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

পরকাল অবিশ্বাসীদের বুঝা উচিৎ যে, চূর্ণ-বিচুর্ণ ও বিক্ষিপ্ত অস্থিসমূহকে একত্রিত করে পূনরায় জীবিত করার ব্যাপারে তোমরা বিস্মিত হচ্ছঃ অথচ এ বিষয়টি পূর্বে একবার প্রত্যক্ষ করেছ যে, দুনিয়াতে পালিত ও বর্ধিত প্রত্যেক মানুষ বিশ্বের বিভিন্ন  ভূখণ্ডের বিভিন্ন অংশ ও কণা নিয়ে গঠিত হয়ে থাকে।


অতএব, যে ক্ষমতাশালী সত্তা প্রথমবার সারাবিশ্বে বিক্ষিপ্ত কণাসমূহকে একজন মানুষের অস্তিত্বে একত্রিত করেছেন, এখন পুনরায় সেগুলোকে একত্রিত করা তাঁর পক্ষে কিরূপ কঠিন হবে?


তিনি পূর্বে যেমন তার কাঠামোতে আত্মা রেখে তাকে জীবিত করেছেন, পূনরায় এরূপ করলে তা বিস্ময়ের ব্যাপার হবে কেন?


আল্লাহ তা'আলা বলেনঃ মানুষ কি মনে করে যে, আমি তার অস্হিসমূহ একত্রিত করব না? পরন্ত আমি তার আংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। -সূরা আল-ক্বেয়ামাহ-৭৫ঃ৩-৪।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন