মহানবী ( সাঃ) মানবতার অনুপম আদর্শ। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।



মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  আমাদের অনুপম আদর্শ। তাঁকে আমরা হৃদয় দিয়ে ভালবাসি, প্রাণ ভরে শ্রদ্ধা করি। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে আমরা ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ ও সাফল্য কামনা করি। 

তাঁর প্রতি নাযিলকৃত ওহী সম্বলিত ঐশীগ্রন্হ আল কুরআন প্রতিদিন  আমরা শ্রদ্ধাসহকারে আবৃতি করে থাকি। নিয়মিত ভাবে প্রতিদিন পাঁচবার নিষ্ঠার সঙ্গে আমারা সালাত আদায় করে থাকি। 

মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ একটি মানুষের কথার উপর বিশ্বাস করে সারাটি দিন উপবাসে কাটিয়ে দেয়। একমাত্র হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ এবং অনুপ্রেরণায় প্রতি বছর নিয়মিত ভাবে হজ্বের অপূর্ব একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। 

হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার অনুপম আদর্শ। তাঁর অনুসারী হওয়া পরম সৌভাগ্য এবং গর্বের বিষয়।

রব্বুল আলামীনের সীমাহীন শুকরিয়া যে, তিনি আমাদেরকে এহেন মহামানবের উম্মতের অন্তর্ভূক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন