ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জন। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটীী, পিলখানা, ঢাকা।

ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। ওহীর প্রথম বানী "পড়, তোমার প্রভুর নামে; যিঁনি সৃষ্টি করেছেন।" সূরা আলাক ১ আয়াত


এই আয়াতে আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জনের প্রধান ক্ষেত্র দুটো। এক. মহাগ্রন্থ আল কুরআন। কুরআনকে বলা হয়েছে, বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিন ২ আয়াত। দুই. দৃশ্যমান সৃষ্টিজগত।


আল্লাহর সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান ১৯০ আয়াত।
হযরত আদম আ: কে সৃষ্টির পর  বস্তুর নাম শিখিয়ে মূলত: জ্ঞান শিক্ষা দেয়া হয়েছিল। সূরা বাকারা ৩১ আয়াত


হাদীসে নর-নারীর জন্য জ্ঞান অর্জনকে ফরজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।


প্রশ্ন হলো কী জ্ঞান অর্জন করতে হবে? এর সহজ উত্তর হলো, যে যা হতে চায় বা যে যা করতে চায় তাকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

যেমন- ঈমানদার হতে হলে ঈমান সম্পর্কে জানতে হবে। নামাজ পড়তে হলে নামাজের নিয়ম-কানুন শিখতে হবে। তেমনি ডাক্তার হতে হলে ডাক্তারী বিদ্যা, কৃষক হতে হলে কৃষি বিদ্যা আয়ত্ত করতে হবে।


মোট কথা, যার জন্য যতটুকু প্রয়োজন- হোক সেটি ধর্ম বা জাগতিক বিষয়, তাকে অবশ্যই ততটুকু জ্ঞান অর্জন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন