নামাজের ফল না পাওয়ার কারণ। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

নামাজের ফল দুটো। একটি আখেরাতে, অপরটি দুনিয়াতে। আখেরাতের ফল বলতে, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। সে সম্পর্কে আল্লাহ্ই ভাল জানেন। দুনিয়ার ফল বলতে, নামাজ মানুষকে মুত্তাকী-পরহেজগার বানাবে, অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এক কথায়, নামাজ মানুষকে 'ভাল' মানুষ হিসেবে তৈরী করবে এবং এসব ভাল মানুষ দ্বারা 'সুন্দর' সমাজ গঠিত হবে। কিন্তু বাস্তবে তা আশানুরূপ হচ্ছে না। কেন হচ্ছে না, তার কয়েকটি কারণ তুলে ধরা হলো।


১. মুসলমানদের অনেকেই নামাজ আদায় করেন না, করলেও নিয়মিত করেন না। কোন কাজ না করে যেমন ফল পাওয়া যায় না, তেমনি অনিয়মিত করেও কাঙ্খিত ফল পাওয়া যায় না।


২. নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। এর বিরাট এক তাৎপর্য রয়েছে। অনেকেই এ তাৎপর্য সম্পর্কে চিন্তা করেন না। ফলে, নামাজ থেকে তেমন ফল পাওয়া যায় না।


৩. নামাজে যে সকল দোআ ও সূরা পড়া হয়, সেগুলোর অর্থ রয়েছে। অর্থ বুঝে পড়লে সুন্দর অনুভূতি তৈরী হয়। অর্থ না বুঝলেও আল্লাহর ভয় জাগ্রত রেখে পড়লে প্রভাব পড়ে। অর্থ বোঝা বা আল্লাহর ভয় সঠিকভাবে না থাকলে ফল আশা করা যায় না।


৪. অনেক নামাজী দায়সারাভাবে নামাজ আদায় করেন। তারা সময় মত পড়েন না, জামায়াতের সাথে পড়েন না। নামাজে একাগ্র চিত্ত ও গভীর মনোযোগ থাকে না। অথচ, আল্লাহ খুশু-খুজুর সহিত নামাজ আদায় করতে বলেছেন। অপর পক্ষে অবহেলার সহিত নামাজ আদায় করলে ধ্বংসের কথা বলেছেন। এ কারণেও নামাজের ফল পাওয়া যায় না।


৫. নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব রীতিমত আদায় করতে হয়। অনেকে এ বিষয়গুলো অবগত নন। অবগত থাকলেও অনেকে সঠিকভাবে আমল করেন না। ফলে, নামাজ নামাজীর উপর প্রভাব বিস্তার করে না।


৬. মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করার মধ্যে মসজিদের বাইরের জিন্দগীর শিক্ষা রয়েছে। অনেকে সে সব শিক্ষা গ্রহণ করেন না। এতে নামাজ যা দিতে সক্ষম তা পাওয়া যায় না।


৭. নফল নামাজেরও গুরুত্ব রয়েছে। ফরজতো বাধ্যতামূলক। প্রকৃত অর্থে নফলের দ্বারা আল্লাহ্‌র সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আত্ম গঠনে অত্যন্ত কার্যকর। নফলের প্রতি উদাসীনতাও নামাজ থেকে সুফল না পাওয়ার একটি কারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন