মুসলমানদের মঙ্গল সলাতে। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

প্রতিদিন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাযের আজানে দশ বার করে  বিশ বার বলেন, " হাইয়্যা আলাচ্ছলাহ্,  হাইয়্যা আলাল্ ফালাহ্" অর্থাৎ-এসো নামাযে,  এসো মঙ্গলের, কল্যাণের বা সফলতা, কামিয়াবির দিকে। নামায বা সলাতের জন্য মসজিদে গেলে জীবন ধন্য হয়ে যাবে। জীবন বদলে যাবে।

মুসলমানদের নামায,রোযা, হজ্জের মতো, মঙ্গলের জন্যে " মঙ্গল শোভা যাত্রা" করা হিন্দুদের ধর্মীয় কাজের অংশ। মঙ্গল, কল্যাণ, রহমত, বরকত, সফলতার মালিক হলেন, এক মাত্র আল্লাহ তা'আলা। এটাই মু'মিন, মুসলমানের বিশ্বাস। মঙ্গলের আশায় শোভা যাত্রা করলে মঙ্গল মিলবে না।

যাকে ডাকার দরকার সেই আল্লাহ্‌ তা'আলাকে, স্রষ্টাকে বাদ দিয়ে মঙ্গলের জন্যে সৃষ্টি ( বৈশাখ) কে, মাখলূক্বকে " এসো এসো হে বৈশাখ"  ডাকা শুধু হারাম নয়, কুফরীর পর্যায়। বৈশাখ মাস, কালকে না ডাকলেও আসবে। কালতো আল্লাহর হুকুমেই চলে।

আল্লাহ্ তা'আলা বলেন, হে নবী আপনি বলুন-আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ (সব কিছু) বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে নিবেদিত। -সূরা আনআম-০৬ঃ১৬২।

আল্লাহ আমাদের দেশ, ধর্ম, ইসলাম, ও আমাদের ঈমান, আমলকে হেফাজত করার তাওফীক্ব দান করুন। -আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন