ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান


বঙ্গবন্ধু তাঁর স্বল্পকালীন শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানসে ইসলাম প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখে গেছেন সমকালীন মুসলিম বিশ্বে এর দৃষ্টান্ত বিরল।

বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত কার্যক্রমের কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হলো- 

* ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা;
* বাংলাদেশ সীরাত মজলিস প্রতিষ্ঠা; 
* বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন (পূর্বে স্বায়ত্তশাসিত মাদ্রাসা বোর্ড ছিল না)
* বিশ্ব এজতেমার জন্য টঙ্গীতে সরকারী জায়গা বরাদ্দ;      
* কাকরাইলের মারকাজ মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ;
* হজ্জ পালনের জন্য সরকারী অনুদানের ব্যবস্হা;
* শব-ই-কদর, শব-ই-বরাত উপলক্ষে ছুটি ঘোষণা এবং সিনেমা  প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ প্রদান;
* মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ এবং শাস্তির বিধান;
* রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধকরণ;
* রাশিয়াতে প্রথম তাবলীগ জামাত প্রেরণের ব্যবস্হা;
* আরব-ইসরাঈল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য প্রেরণ; 
* ও আই সি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সাথে কূটনীতিক সম্পর্কস্হাপন ইত্যাদি।                                                                     
বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর এ সব অবদানের কথা অবিস্মরণীয় হয়ে থাকবে। 

আমরা আল্লাহ তা'আলার দরবারে বঙ্গবন্ধু ও ৭৫- এর ১৫ আগষ্ট যাঁরা শাহাদতবরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তা'আলা  তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন। -আমীন।                                              

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন