আল্লাহর হাওয়ালা। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

সত্যিকার আল্লাহ্ওয়ালা যারা আল্লাহ্ ভিন্ন অন্য কিছুকে হৃদয়ে স্থান দেন না, মনকে আল্লাহ্ ব্যতীত অন্য কিছুতে লিপ্ত হতে দেন না। এবং কারও দ্বারা কখনও কোনরূপ কষ্ট পেলে মাফ করে দিয়ে আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যায়। 

শত্রু, হিংসুক ও জ্বালাতনকারী হতে তাঁরা সুন্দরভাবে পৃথক হয়ে যায়। না কোন প্রতিশোধ গ্রহণ করে, না তাদের নিন্দা বা দোষ চর্চায় লিপ্ত হয়। আল্লাহর সাথে যাঁর সম্পর্ক রয়েছে মানুষের এসব ঝামেলায় জড়ানোর তাঁর কাছে ফুরসৎ কোথায়? 

সেতো নিজের সকল বিষয় 'আল্লাহর হাওয়ালা' করে দেয়। যেমন ছোট শিশু তার আব্বাকে বলে, আব্বা, অমুকে আমাকে থাপ্পড় মেরেছে। এতটুকু বলেই সে নিশ্চিন্ত হয়ে যায়। আব্বা এখন কি করবেন - না করবেন ওসব কোন ফিকিরই তার থাকে না। তার বিশ্বাস আছে যে, যেহেতু আব্বা আমাকে স্নেহ করেন-ভালবাসেন, তাই নিশ্চয়ই তিনি কিছু একটা করবেন। 

এবং তিনি তাই করবেন যা আমার জন্য মঙ্গল। তদ্রূপ আমরাও আমাদের কথা আল্লাহর নিকট বলে দিয়ে বে- ফিকির হয়ে যাই। যা আমাদের জন্য কল্যাণকর হবে তাই তিনি করবেন। তার পক্ষ হতে যা ঘটবে, তাতেই কল্যাণ রয়েছে।                                                               

                                              

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন