ধনী ও গরীবের হজ্জ। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।

ধনী ও গরীবের হজ্জ। খতীব আব্দুচ্ছালাম বাগেরহাটী, পিলখানা, ঢাকা।


মক্কা নগরী আল্লাহ প্রদত্ত সন্মানের কারণে  কিয়ামত পর্যন্ত সন্মানিত থাকবে। এ শহর আল্লাহ এবং  তাঁর রাসূলের কাছে সবচেয়ে প্রিয় শহর। এখানে রয়েছে কা'বা যা ভূপৃষ্ঠে সর্ব প্রথম  মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। 

মানুষের  মধ্যে যার সেখানে যাবার সামর্থ্য আছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা অবশ্য কর্তব্য। ইসলামের পঞ্চম ভিত্তি হজ্জ। নামাজ, রোজা ও যাকাতের মত ফরজ। কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। -বুখারী ও মুসলিম। 

হজ্জ করে এসে ফেরেশতা হওয়ার চিন্তায় দেরী করা যাবে না। যে ব্যক্তি হজ্জের ইচ্ছা করলো সে যেনো তাড়াতাড়ি আদায় করে। - আবু দাউদ। 

এ-শহরের জন্য হযরত ইব্রাহিম আঃ বহুবার আল্লাহর দরবারে দু'আ করেছেন। এখানকার প্রতিটি নেকীর সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করা হয়ে থাকে। তাওয়াফ কারীর প্রতি কদম উঠানো ও নামানোর সময় তার একটি গোনাহ মাফ হয় এবং একটি নেকী দেয়া হয়। -তিরমিযী শরীফ।

মক্কা বেশি দূরে নয়, মা-বাবা আছে যার ঘরে। বাবা-মায়ের খেদমতের সাওয়াব হজ্জ, ওমরাহ ও জিহাদের সমতুল্য। -মুসনাদে আহমদ। 

ইসলাম মাকে সর্বোচ্চ সন্মান দিয়েছে। রাসুলুল্লাহ সাঃ বলেন, মা-বাবাই হলো তেমার জান্নাত এবং জাহান্নাম। -ইবনে মাজাহ ও মিশকাত। 

যখন কোন অনুগত সন্তান নিজের মা-বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে।  আল্লাহ তা'আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজ্জের সাওয়াব দান  করেন। 

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন কোন পিতা মাতার ভক্ত সন্তান নিজের পিতা মাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখে, আল্লাহ তা'আলা তার প্রতিটি দৃষ্টির বদৌলতে তার জন্য আমল নামায় একটি হজ্জে মাবরূর কবুল হজ্জের সাওয়াব দান করেন। সাহাবারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল! যদি দৈনিক একশতবার দৃষ্টি করে? তিনি বলেন, হ্যাঁ,তারও।আল্লাহ মহান ও পবিত্র। -বায়হাকী, শুয়াবুল ঈমান, কানযুল উম্মাল, মুসলিম, মিশকাতুল মাসাবীহ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন