সন্মানিত সুধী মন্ডলী! আপনারা চিন্তা- গবেষণা করুন, আমাদের মধ্যে ক'জন কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে? আমাদের মধ্যে ক'জন কুরআনের ভাষা, নবী ও রাসূলের সরদার হযরত মুহাম্মদ ( সাঃ) এর ভাষা ও জান্নাতের অধিবাসীদের ভাষা বোঝেন?
অথচ আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা জাগতিক স্বার্থ অর্জনের জন্য অন্য অনেক বিদেশী ভাষা বোঝেন ও বিদেশী ভাষাকে অতিশয় ভালো বাসেন।
হায় আফসোস, হায় আক্ষেপ ও পরিতাপ মুসলমানদের জন্য যে, তারা কুরআন শিক্ষা ও এর তিলাওয়াত ছেড়ে দিয়েছে এবং তারা স্বীয় সন্তান- সন্ততিদেরকেও এর তিলাওয়াতের প্রতি উৎসাহ প্রদান করছেনা। অথচ আল্লাহ তা'আলা কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন।
জেনে রাখুন, নিশ্চয়ই কুরআন শিক্ষা ও এর তিলাওয়াত প্রত্যেক মুসলমানদের ওপর ফরযে আইন, ( পক্ষান্তরে অন্য কোন বিদেশী ভাষার এই গুরুত্ব নেই) সালাতের মধ্যে কুরআন তিলাওয়াত করা ফরয। কুরআন তিলাওয়াত ছাড়া সালাত শুদ্ধ হবেনা।
তাই আপনারা নিজে কুরআন শিক্ষা করুন এবং আপনাদের পরিবার - পরিজনকে কুরআনের শিক্ষা এবং তিলাওয়াতের আদেশ দিন।
যারা কুরআন শরীফ একেবারে পড়তে পারেননা অথবা পড়তে পারেন কিন্তু তাজবীদে কাঁচা তারা ঘরে বসে অনলাইনে সহীহ - শুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
শুরু হচ্ছে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা কোর্স।
কুরআন শিখতে আজই নাম রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশন ফরমের লিঙ্ক দেয়া হলোঃ-
https://forms.gle/uMLu3UvHePA1RyYk9

একটি মন্তব্য পোস্ট করুন