ঈমান আনার পর একজন মু'মিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য হচ্ছে পরিপূর্ণ দৃঢ়তা ও সাহসিকতার সাথে ধর্ম পালনে অবিচলতা বা ইস্তিকামাত থাকা।
ঈমানের উপর দৃঢ়তা অবলম্বনকারীদের পবিত্র কুরআনে বিশেষ পুরষ্কার ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
নিশ্চয়ই যারা বলে: 'আল্লাহ্ আমাদের প্রভু', অত:পর একথার উপর অটল-অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতা নাযিল হয়ে বলে: "আপনারা ভয় পাবেন না, চিন্তিতও হবেন না। আপনারা খুশি হয়ে যান সেই জান্নাতের জন্যে যার ওয়াদা আপনাদের দেয়া হয়েছিল। -(সূরা হা-মীম সিজদা-৪১ঃ ৩০)।
আল্লাহ তা'আলাকে রব বলে মেনে নিয়ে এর উপর অবিচল থাকতে হবে। অর্থাৎ সে ভাবেই আল্লাহ তা'আলার অনুগত বান্দারূপে জীবন যাপন করতে হবে।
কুরআন শরীফে হযরত আছিয়ার কথা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে এবং মুসলমানদের জন্য তাঁর ধৈর্য ও আত্মত্যাগকে আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
" আল্লাহ তা'আলা ঈমানদারদের জন্য উপমা উপস্থাপন করেছেন ফির'আউনের স্ত্রীর (আছিয়ার)। -(সূরা আত্ তাহরীম-৬৬ঃ১১)।
ফির'আউনের মহিয়সী স্ত্রী হযরত আছিয়ার নির্যাতিত জীবনের ঘটনা। কঠিন দুঃখ-কষ্টের ভয় তাঁকে দ্বীন থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি।
সাহাবায়ে কিরামদের উপর লোমহর্ষক জুলুম - নির্যাতনের স্টিমরোলার চালিয়েও তাদেরকে তাদের ঈমান থেকে এতটুকু বিচ্যুত করতে পারেনি। বরং তারপরও তারা তাদের ধর্মে পূর্ণরূপে অবিচল ছিলেন।
তাই সর্বাবস্থায় আমাদের দ্বীন ও ঈমানের উপর অটল-অবিচল থাকতে হবে। আকর্ষণীয় অফারের লোভ, সম্মান অথবা যাবতীয় স্বার্থের লোভকে অগ্রাহ্য করতে হবে। এটাই ঈমানের দাবী।
ঈমানের উপর দৃঢ়তা অবলম্বনকারীদের পবিত্র কুরআনে বিশেষ পুরষ্কার ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
নিশ্চয়ই যারা বলে: 'আল্লাহ্ আমাদের প্রভু', অত:পর একথার উপর অটল-অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতা নাযিল হয়ে বলে: "আপনারা ভয় পাবেন না, চিন্তিতও হবেন না। আপনারা খুশি হয়ে যান সেই জান্নাতের জন্যে যার ওয়াদা আপনাদের দেয়া হয়েছিল। -(সূরা হা-মীম সিজদা-৪১ঃ ৩০)।
আল্লাহ তা'আলাকে রব বলে মেনে নিয়ে এর উপর অবিচল থাকতে হবে। অর্থাৎ সে ভাবেই আল্লাহ তা'আলার অনুগত বান্দারূপে জীবন যাপন করতে হবে।
কুরআন শরীফে হযরত আছিয়ার কথা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে এবং মুসলমানদের জন্য তাঁর ধৈর্য ও আত্মত্যাগকে আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
" আল্লাহ তা'আলা ঈমানদারদের জন্য উপমা উপস্থাপন করেছেন ফির'আউনের স্ত্রীর (আছিয়ার)। -(সূরা আত্ তাহরীম-৬৬ঃ১১)।
ফির'আউনের মহিয়সী স্ত্রী হযরত আছিয়ার নির্যাতিত জীবনের ঘটনা। কঠিন দুঃখ-কষ্টের ভয় তাঁকে দ্বীন থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি।
সাহাবায়ে কিরামদের উপর লোমহর্ষক জুলুম - নির্যাতনের স্টিমরোলার চালিয়েও তাদেরকে তাদের ঈমান থেকে এতটুকু বিচ্যুত করতে পারেনি। বরং তারপরও তারা তাদের ধর্মে পূর্ণরূপে অবিচল ছিলেন।
তাই সর্বাবস্থায় আমাদের দ্বীন ও ঈমানের উপর অটল-অবিচল থাকতে হবে। আকর্ষণীয় অফারের লোভ, সম্মান অথবা যাবতীয় স্বার্থের লোভকে অগ্রাহ্য করতে হবে। এটাই ঈমানের দাবী।

একটি মন্তব্য পোস্ট করুন