আজ কাল সমাজে যৌতুক একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পিতার পক্ষ থেকে কন্যাকে সানন্দে যা কিছু দেয়া হয়, তা শরীয়ত সম্মত। কিন্তু স্বামীর পক্ষ থেকে যে যৌতুক দাবি করা হয় তা বিধি সম্মত নয়।
যৌতুকের কুফলঃ-
১. বর পক্ষ ও কনে পক্ষের সম্পর্ক নষ্ট হয়।
২. দাম্পত্য জীবনের সুখ ও শান্তি থাকে না।
৩. স্বামী ও স্ত্রী উভয়ই পিত্রালয় ও শশুর বাড়ী যথাযথ মর্যাদা পায়না।
৪. দিন দিন লোভ বেড়ে যায়।
৫. যৌতুক আদায়ের জন্য নির্যাতন ও শাস্তি চালায়।
৬. সন্তান আদর্শবান হয় না।
৭. শারীরিক ও মানসিক ভাবে দুর্বল থাকে।
৮. স্ত্রী বেপরোয়া হয়, স্বামীর অনুগত্য থাকে না।
৯. সংসারের কাজ কর্ম ঠিকমত করে না।
১০. স্বামীর যৌন শক্তি কমে যায়।
১১. যৌতুক আদায় করতে না পারলে আত্ম হত্যা করে।
ইসলামী শরীয়তে বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের প্রাপ্য দেন মাহর পুরুষদের উপর ফরজ। মাহর স্বামীর অনুগ্রহ বা দান নয়। এটা একটার বদলে একটা প্রাপ্তির মতো মনে করতে হবে।
বাল্য বিবাহ এর কুফল হলোঃ-
১. বাল্য বিবাহ ভগ্ন স্বাস্হ্য।
২. পারিবারিক কলহ।
৩. প্রসব কালীন মৃত্যু।
৪. শিশুর অকাল মৃত্যু।
৫. অনেক বিপদ ডেকে আনে।
৬. সংসারে দায়িত্বশীল হয় না।
৭. শারীরিক ও মানসিক, অর্থ নৈতিক সমস্যা হয়।
৮. যথাযথ সিদ্ধান্ত নিতে পারে না।
৯. পড়া লেখা বন্ধ হয়ে যায়।
১০. বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হয়।
আল্লাহ তা'আলা আমাদের সমাজকে বাল্য বিবাহ ও যৌতুকের অভিশাপ থেকে রক্ষা করুন। -আমীন।
যৌতুকের কুফলঃ-
১. বর পক্ষ ও কনে পক্ষের সম্পর্ক নষ্ট হয়।
২. দাম্পত্য জীবনের সুখ ও শান্তি থাকে না।
৩. স্বামী ও স্ত্রী উভয়ই পিত্রালয় ও শশুর বাড়ী যথাযথ মর্যাদা পায়না।
৪. দিন দিন লোভ বেড়ে যায়।
৫. যৌতুক আদায়ের জন্য নির্যাতন ও শাস্তি চালায়।
৬. সন্তান আদর্শবান হয় না।
৭. শারীরিক ও মানসিক ভাবে দুর্বল থাকে।
৮. স্ত্রী বেপরোয়া হয়, স্বামীর অনুগত্য থাকে না।
৯. সংসারের কাজ কর্ম ঠিকমত করে না।
১০. স্বামীর যৌন শক্তি কমে যায়।
১১. যৌতুক আদায় করতে না পারলে আত্ম হত্যা করে।
ইসলামী শরীয়তে বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের প্রাপ্য দেন মাহর পুরুষদের উপর ফরজ। মাহর স্বামীর অনুগ্রহ বা দান নয়। এটা একটার বদলে একটা প্রাপ্তির মতো মনে করতে হবে।
বাল্য বিবাহ এর কুফল হলোঃ-
১. বাল্য বিবাহ ভগ্ন স্বাস্হ্য।
২. পারিবারিক কলহ।
৩. প্রসব কালীন মৃত্যু।
৪. শিশুর অকাল মৃত্যু।
৫. অনেক বিপদ ডেকে আনে।
৬. সংসারে দায়িত্বশীল হয় না।
৭. শারীরিক ও মানসিক, অর্থ নৈতিক সমস্যা হয়।
৮. যথাযথ সিদ্ধান্ত নিতে পারে না।
৯. পড়া লেখা বন্ধ হয়ে যায়।
১০. বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হয়।
আল্লাহ তা'আলা আমাদের সমাজকে বাল্য বিবাহ ও যৌতুকের অভিশাপ থেকে রক্ষা করুন। -আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন