আল্লাহ তা'আলার উপর নির্ভরতা বলতে বুঝায় যে, সমস্ত কাজ মহান রব্বুল আলামীনের উপর নির্ভর করে তদবীরের কুয়াশায় লিপ্ত না থেকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও নির্দেশিত পথে চলা।
অন্তরে বদ্ধমূল ধারণা রাখা অপরিহার্য যে, অদৃষ্টে যা আছে, তা পরিবর্তন হবে না। ভাগ্য লিপির রদবদল হবে না। অন্তরের শান্তি বজায় রেখে আল্লাহ তা'আলা যার সমন্ধে প্রতিশ্রুতি দিয়েছেন, তার অপেক্ষায় থাকতে হবে।
এটিও একান্ত ভাবে বিশ্বাস রাখা জরুরী যে, আল্লাহ তা'আলা যা কিছু দেয়ার ওয়াদা করেছেন তা অবশ্যই দিবেন। আল্লাহ তা'আলার উপর নির্ভরতার পর্যায় তিনটি। যথা- (১) তাওয়াক্কুল (২) তাসলীম (৩) তাফবীজ।
আল্লাহ তা'আলার ওয়াদায় যে অন্তরকে শান্তি দান করে সে মুতাওয়াক্কিল। আর আল্লাহ তা'আলার জ্ঞানকেই যে যথার্থ মনে করে, সে তাসলীম। আর আল্লাহ তা'আলার খুশীতে যে খুশী ও সন্তুষ্ট থাকে, সে তাফবীজ।
আল্লাহ তা'আলার উপর নির্ভরকারী ব্যক্তি স্তন্য পায়ী শিশুর ন্যায়। সে যেমন প্রথমে কিছুই চিনে না। অবশ্যই মায়ের স্তন চিনে, তেমনি আল্লাহ তা'আলার উপর নির্ভরশীল ব্যক্তিও আল্লাহ তা'আলা ব্যতীত আর কিছুই চিনে না বা কারো উপর নির্ভরও করে না।
সর্বাবস্থায় আল্লাহ তা'আলার উপর নির্ভর করাই ঈমানের দাবী এবং মু'মিনের বৈশিষ্ট্য। আল্লাহ তা'আলা মেহেরবানী করে আমাদের সকলকে আল্লাহ তা'আলার উপর নির্ভতা অবলম্বন করার তাওফীক দান করুন। - আমীন।
একটি মন্তব্য পোস্ট করুন